বাঁশের টুকরো, শাল পাতা, ফোম ও মাদুরের পর এবছর ৪২ ফুটের দুর্গামূর্তি বানিয়ে কার্যত দুর্গাপুর শিল্পাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপ্রতিমা গড়ে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছে দুর্গাপুরের শ্যামপুর আদিবেদী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা। বিশালাকার দেবী দুর্গার মূর্তি তৈরি করেছেন কৃষ্ণনগরের বিশিষ্ট প্রতিমা শিল্পী মানিক পাল ও তার সহকারী শিল্পীরা। গত তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে শিল্পী মানিক পাল ও তার সহকারী শিল্পীরা নিপুণ ভাবে দেবীমূর্তি তৈরি করছেন।
বিশালাকার দেবী দুর্গার সঙ্গে মানানসই বৃহৎ মণ্ডপও হচ্ছে সমানে। একদিকে মূর্তি তৈরির কাজ চলছে অপরদিকে বিশালাকার দেবীদুর্গার মূর্তি দেখতে এরমধ্যেই দর্শকদের ঢল নেমেছে শ্যামপুর আদিবেদী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে। পুজো উদ্যোক্তাদের এরমধ্যেই ভিড় সামলাতে কালঘাম ছুটছে। পুজো কমিটির সদস্য সুজিত দে ও দীপ চৌধুরীর দাবি আমরা এবছর মণ্ডপের খরচ বাঁচিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরিতেই বেশি জোর দিয়েছি। পুজো এখনও কয়েকদিন বাকি এরমধ্যেই আমাদের ভিড় সামলাতে কালঘাম ছুটছে। দুর্গাপুরের অন্যান্য ক্লাবের থিম পুজোর দৌড়ে শ্যামপুরের এই বিশালাকার দুর্গা প্রতিমা যে এবছর বাড়তি দর্শক টানবে সেকথা বলার অপেক্ষা রাখেনা।