আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুরের বিধান নগর সেক্টর ২সি’র দুর্গা পুজো মণ্ডপ। এবার সেক্টর ২সি দুর্গোৎসবের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে স্বামী নারায়ণ টেম্পলের আদলে মণ্ডপ তৈরির সিদ্ধান্ত নেয় পুজো কমিটি। স্থানীয় অনিমা ডেকরেটার্স এই মণ্ডপ তৈরি করছে। সঙ্গে সামঞ্জস্য রেখে আলোক সজ্জা থাকছে। সাবেকী দুর্গা মূর্তি থাকবে অন্য বছরের মতো এবছরও।

প্রায় ২৫ লাখ টাকার বাজেট বলে জানা গেছে। প্রতি দিন সন্ধ্যায় জি-সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এবছরও রাজেন্দ্র নাথ ফাউন্ডেশন সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য ও বয়স্কদের জন্য বিনামূল্যে দুর্গাপুরের বিভিন্ন মণ্ডপে পুজো দেখার সুযোগ করে দিচ্ছে সেক্টর ২সি মণ্ডপ থেকে। আর সেক্টর ২সি এবারও একাদশীর দিন এলাকার মানুষকে একত্রিত করে দুপুরে মৎস্য মুখ করানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।


Like Us On Facebook