.

দুর্গাপুরের অন‍্যতম অভিজাত পুজো সিটি সেন্টারের সিমেন্ট পার্ক এবছর ৪৪তম বর্ষপূর্তি উপলক্ষে শিবলিঙ্গ আকারের মণ্ডপ তৈরি করেছে। ঘট, ঘন্টা, ডালি, সুপারি সহ নিত‍্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী নিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে। বিশালাকার মণ্ডপের উপর শিবলিঙ্গ থাকছে। সঙ্গে সাবেকী দেবী দুর্গার মূর্তি। থাকছে মানানসই আলোক সজ্জা।


Like Us On Facebook