দুই ছেলের সঙ্গে রিঙ্কু দাস

৪০ বছর বয়সী বিধবা মহিলার কোপানো দেহ উদ্ধার হল তাঁর বাড়ি থেকে। কাটোয়া থানার একাইহাট এলাকার ঘটনা। মৃতার নাম রিঙ্কু দাস। বৃহস্পতিবার সকালে মহিলার দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে রিঙ্কু দাসের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে তাঁর এক আত্মীয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন ভীড় করেন মহিলার বাড়ির সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাটোয়া থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গেছে, বছর দুয়েক আগে রিঙ্কুদেবীর স্বামী খুন হয়েছিলেন। রিঙ্কুদেবীর দুই ছেলে, তারা বাইরে থাকেন। রিঙ্কুদেবী বাড়িতে একাই থাকতেন। কয়েকদিন আগে বড় ছেলে বাড়ি ফিরে মামার বাড়ি গিয়েছিলেন। খবর পেয়ে তিনি বাড়ি ফিরে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook