দুর্গাপুরের নবদিগন্ত কলোনির কচিকাঁচাদের দুর্গোৎসবে দুর্গাপুরের সেরা পুজো মণ্ডপগুলি দর্শন করালো দুর্গাপুরের বিবেকানন্দ অ‍্যাথলেটিক ক্লাবের সদস্যরা। সঙ্গে ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা।

সামাজিক ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া নবদিগন্তের কচিকাঁচাদের‌ বিবেকানন্দ অ‍্যাথলেটিক ক্লাবের সদস্যরা সপ্তমীর সকালে একটি বাসে করে দুর্গাপুরের টিএন স্কুলের ব‍্যবসায়ী সমিতির দুর্গোৎসব থেকে নবারুণ, মার্কনি, অগ্রণী, চতুরঙ্গ, সিমেন্ট পার্ক সহ বিভিন্ন পুজো মণ্ডপ দেখানোর ব্যবস্থা করেন। বিভিন্ন মণ্ডপ ঘোরার পর সকলকে নিয়ে একত্রে লাঞ্চেরও ব্যবস্থা করেন ক্লাবের সদস্যরা। এদিন নবদিগন্তের কচিকাঁচাদের নিয়ে বিবেকানন্দ অ‍্যাথলেটিক ক্লাবের সদস্যদের এই পুজো পরিক্রমায় সর্বক্ষণ পাশে থেকে উৎসাহিত করেন ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অঙ্কিতা চোধুরী।


Like Us On Facebook