আর কয়েকদিন পরই দুর্গাপুজো। বাঙালির মহোৎসব। শান্তি-শৃঙ্খলার মধ্যে পুজো পার করাই এখন পুলিশ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। এর মধ্যে এবার বড় মাথাব্যাথার কারণ হল এবার করোনা আবহে হচ্ছে পুজো। স্যানিটাইজার, মুখে মাস্ক এবং সামাজিক দুরত্ব এখন সংক্রমণ ঠেকাতে বড় হাতিয়ার। পুজো কমিটিগুলি যাতে স্বাস্থ্যবিধি মেনে পুজো সম্পন্ন করে পুলিশ প্রশাসন সেই লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার বড় পুজোগুলির ভার্চুয়াল উদ্ধোধন করেন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-দুর্গাপুরেও বড় কয়েকটি পুজোর ভার্চুয়াল উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী। পুজোয় দর্শনার্থীরা যাতে সহজে পুজো মণ্ডপগুলিতে পৌঁছতে পারেন সেই লক্ষ্যে শুক্রবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ২০২০ সালের পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হল আসানসোলের রবীন্দ্র ভবনে। কমিশনারেটের পুলিশ কমিশনার সুকেশ জৈন সহ জেলার পদস্থ পুলিশ আধিকারিকরা এই পুজো গাইড উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই পুজো গাইডে থাকছে আসানসোল ও দুর্গাপুরের বড় পুজোগুলির অবস্থান এবং রুট ম্যাপ। পুজোয় প্যান্ডেল হপিং-এর ক্ষেত্রে এই পুজো গাইড ম্যাপ দেখা দর্শনার্থীরা অক্লেশে পৌঁছে যেতে পারবেন বড় মণ্ডপগুলিতে। এছাড়াও এই পুজো গাইডে থাকছে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোন নম্বর সহ করোনা পরিস্থিতিতে প্যান্ডেল হপিং-এর ক্ষেত্র প্রয়োজনীয় নির্দেশাবলী।


 

Like Us On Facebook