দুর্গাপুরের নবারুণ, অগ্রণী সংস্কৃতি পরিষদ এবং পানাগড়ের মিত্র সংঘের দুর্গা পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে পুজোর ভার্চুয়াল উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন জেলার পুজো উদ্ধোধনের সঙ্গে সঙ্গে দুর্গাপুরের এই তিনটি বড় পুজোর উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন শাঁখ বাজিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ করে দুর্গা পুজোর উদ্বোধন করলেন নবান্ন থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পুজো উদ্ধোধন করার সঙ্গে সঙ্গে প্রতিটি পুজো কমিটিকে করোনা সংক্রমণ ঠেকাতে মন্ডপে প্রয়োজনীয় মাস্ক মজুত রাখার এবং দর্শকদের সামাজিক দুরত্ব বজায় রাখার আবেদন করেন। এদিন পুলিশকেও এই বিষয়ে পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় সাহায্য করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের বিভিন্ন থানায় উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে দুর্গাপুরের বড় সমস্ত পুজো মণ্ডপ গুলি পরিদর্শন করেন। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে পুজো কমিটি গুলি কিকি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা সহ সব কিছু খতিয়ে দেখেন। ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, ‘করোনা আবহে এবারের পুজোয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পুজো মণ্ডপ উদ্যোক্তদের। সকলের সুস্থতাই আসল লক্ষ্য আমাদের। পুলিশ লকডাউনেও মানুষের পাশে ছিল আজও আছে এবং পুজো মরসুমে প্রতিদিন মানুষের পাশে থাকবে।


অগ্রণী সংঘের পুজো

নবারুণ ক্লাবের পুজো

নবারুণ ক্লাবের পুজো

নবারুণ ক্লাবের পুজো

পানাগড় মিত্র সংঘের পুজো

 

Like Us On Facebook