৬০০ শয্যার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) হাসপাতালে ৭০ জন নার্স নেওয়া হবে প্রফিশিয়েন্সি ট্রেনিংয়ের জন্য। প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেইল তাদের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি জারি করেছে।

জানা গেছে, নার্সিংয়ে প্রফিশিয়েন্সি ট্রেনিং নিতে আগ্রহী প্রার্থীদের কোন স্বীকৃত ইনস্টিটিউট বা কলেজ থেকে বিএসসি নার্সিং বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। ট্রেনিংয়ের সময়সীমা ১৮ মাস। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। সেই সঙ্গে শর্তভিত্তিক দক্ষতা ও জ্ঞান বাড়ানোর সহায়ক ভাতা ৭০২০ টাকা পর্যন্ত। ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে ডিএসপি মেন হাসপাতালে ইন্টারভিউ নেওয়া হবে। বিশদ জানতে সেইলয়ের ওয়েবসাইট দেখুন

বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Like Us On Facebook