শৌচাগার ভেঙে দেওয়াকে কেন্দ্র করে দুর্গাপুরের বেনাচিতির দুর্গামন্দির রোডে শুক্রবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলটি দুর্গাপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত। ক্ষুব্ধ স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা তাঁদের দীর্ঘদিনের ব্যবহৃত শৌচাগারটি পুনর্নির্মাণের দাবিতে দোকান বন্ধ রেখে পথে নেমে বিক্ষোভে সামিল হলেন। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বেনাচিতি বাজারের প্রাণকেন্দ্র সোনাপট্টিতে প্রায় সাড়ে তিনশ মতো দোকান রয়েছে। তার মধ্যে স্বর্ণ ব্যবসায়ীরাই রয়েছেন অর্ধেকের বেশি। বিভিন্ন দোকানের কর্মচারী ও ক্রেতারা দীর্ঘ তিরিশ বছর ধরে একটি শৌচাগার ব্যবহার করে আসছেন। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, শৌচাগারটি যে জমির উপর ছিল সেই জমির মালিকের লোকজন রাতের অন্ধকারে শৌচাগারটি ভেঙে দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ‘শৌচাগারটি ভেঙে দেওয়ায় দোকানের কর্মী ও আগত ক্রেতারা চরম অসুবিধায় পড়বেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, শৌচাগারটি যে জমিতে ছিল সেটি স্থানীয় রায় পরিবারের জমি। রায় পরিবারের লোকজনের অভিযোগ, ওই শৌচাগারটির ফলে বাড়ির মহিলারা চরম অসুবিধায় পড়ছেন। তাছাড়া শৌচাগারের দুর্গন্ধে বাড়িতে থাকাও দায় হয়ে পড়েছে। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।