দুর্গাপুরের বেনাচিতির গুরুদোয়ারা রোডে টিউশন পড়তে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারাল এক নবম শ্রেণির ছাত্র।  মর্মান্তিক এই ঘটনায় বুধবার বেনাচিতি এলকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাচিতির কমলপুর প্লটের স্বর্ণ ব্যবসায়ী ঘোষ পরিবারের ছেলে হেমশীলা মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র দেবজ্যোতি ঘোষ বুধবার সন্ধ্যায় বেনাচিতির গুরুদোয়ারা রোডে টিউশন পড়তে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়। টিউশন টিচার যে বাড়িতে পড়ান, সেই বাড়ির তিনতলার বারান্দার পাশ দিয়ে হাইটেনশন বিদ্যুৎ বাহী তার গেছে। দেবজ্যোতি সন্ধ্যায় টিউশন যাবার সময় কোন ভাবে বর্ষার জলে ভেজা হাইটেনশন লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে বারান্দায় পড়ে যায় বলে অভিযোগ। টিউশন সময় শেষ হলে দেবজ্যোতির বাবা আনতে গেলে ছেলেকে বারান্দায় পড়ে থাকতে দেখে  দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দেবজ্যোতিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘোষ পরিবারের অভিযোগ এই ভাবে হাইটেশন লাইন বাড়ি ঘেঁষে যাওয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে অকাল মৃত্যু হল দেবজ্যোতির। ক্ষোভে ফেটে পড়ে গোটা বেনাচিতি। দুর্গাপুর থানার পুলিশ এসে অবস্থা সামাল দেয়। এবং গোটা ঘটনার পুলিশ তদন্তে নেমেছে। এদিকে দেবজ্যোতির মর্মান্তিক মৃত্যুর খবরে বেনাচিতিতে শোকের ছায়া নেমে আসে। দেবজ্যোতির অকাল প্রয়াণে হেমশীলা মডেল স্কুলে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে দেওয়া হয়।

Like Us On Facebook