সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের‌ প্রাইভেট টিউশন না পড়ানোর সরকারি নির্দেশ রয়েছে। কিন্তু সরকারি নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের সর্বত্র শিক্ষকরা চুটিয়ে টিউশন করে স্কুল ও প্রাইভেট টিউশন থেকে পৃথকভাবে আয় করছেন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার গৃহশিক্ষক। এরই প্রতিবাদে গৃহশিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে আন্দোলন শুরু করা হয়েছে।

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু হয়েছে। এবার গৃহশিক্ষকদের সেই আন্দোলন শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে দুর্গাপুরের আকবর রোডে গৃহশিক্ষকরা একজোট হয়ে আগামী দিনের আন্দোলনের রুপরেখা তৈরি করলেন এক বৈঠকে। জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় দুর্গাপুরের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধে দুর্গাপুরের মহকুমাশাসক ও ডিআইকে খুব শীঘ্রই স্মারকলিপি দেওয়া হবে। এবং একই সঙ্গে দুর্গাপুরের আইসিএসই ও সিবিএসই স্কুলের প্রধান শিক্ষকদেরও স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার অনুরোধ করা হবে। জানা গেছে, এদিনের বৈঠকে গৃহশিক্ষকদের সংগঠন সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে। তার মধ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য সচেতনতা শিবির এবং দুস্থ ও প্রতিভাবান পড়ুয়াদের নিখরচায় টিউশন পড়ানোর অঙ্গীকার করেন গৃহশিক্ষক সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা।

Like Us On Facebook