ফাইল চিত্র: টিএমসিপি সদস্যদের সঙ্গে নিয়ে কাউন্সিলররা অভিযোগ জানাচ্ছেন অধ্যক্ষের কাছে

কলেজের সুষ্ঠ পরিবেশ ফেরাতে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক দুর্গাপুরের মহকুমাশাসকের দ্বারস্থ হলেন। বিভিন্ন দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের(এবিভিপি) সদস্যদের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ বা টিএমসিপির অভিযোগ, এবিভিপির সদস্যরা বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে ডেপুটেশন দেয় অধ্যক্ষকে। এবিভিপির সদস্যদের দাবি, তাঁরা কলেজের নিয়ম অনুযায়ী কলেজ পড়ুয়াদের নিয়ে কলেজে ঢুকে ডেপুটেশন দিয়েছেন। পরস্পর বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগে কলেজ চত্ত্বর মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষই মারমুখী হয়ে উঠলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে টিএমসিপির কয়েকজন সদস্য আহত হন বলে অভিযোগ। এরপরেই স্থানীয় দুই তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবব্রত সাঁই ও দীপঙ্কর লাহা টিএমসিপি সদস্যদের নিয়ে অধ্যক্ষের কাছে গিয়ে এবিভিপির কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুলিশের লাঠিচার্জ সহ একাধিক অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হন।

অপরদিকে এবিভিপির সদস্যরাও টিএমসিপির তুঘলকি রাজ বন্ধ করার দাবি সহ একগুচ্ছ দাবি জানান কলেজের অধ্যক্ষকে। স্বাভাবিকভাবেই কলেজে অশান্তির বাতাবরণ তৈরি হওয়ায় দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক শেষমেশ কলেজে সুষ্ঠ পরিবেশ ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি নিয়ে বুধবার দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলের দ্বারস্থ হন।

দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক
Like Us On Facebook