রাত পোহালেই বৃহস্পতিবার রথযাত্রা উৎসব। স্নানযাত্রার পর ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রা মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন। বৃহস্পতিবার ভোরে মন্দিরের মূল বেদিতে অবস্থান করবেন তারপর শুরু হবে পূজাঅর্চনা ও ভোগ নিবেদন। এবং বিকেলে রথের দড়িতে টান দিয়ে অগণিত ভক্ত ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে মন্দির থেকে মাসির বাড়ি পৌঁছে দেবেন। তাই দুর্গাপুরের রাজেন্দ্র প্রসাদ অ্যাভিনিউর জগন্নাথ মন্দিরে প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি জগন্নাথ, বলরাম ও শুভদ্রা আট দিন মাসির বাড়ি অর্থাৎ চিত্রালয় মেলা ময়দানে থেকে ফের উল্টো রথে মূল মন্দিরে ফিরবেন।

রথযাত্রা উপলক্ষে দুর্গাপুরের স্টিল টাউনশিপ রাজেন্দ্র প্রসাদ অ্যাভিনিউর জগন্নাথ মন্দির ও চিত্রালয় মেলা ময়দানে বুধবার চলছে রথের মেলার শেষ পর্যায়ের প্রস্তুতি। অন্যান্য বারের মত এবারও রথের মেলায় বিভিন্ন সামগ্রীর দোকান বসেছে। তার সঙ্গে খাদ্য রসিকদের জন্য থাকছে হরেক রকম মাছের পদের খাবার। তাছাড়া ছোট-বড় সকলের জন্য থাকছে নাগরদোলা থেকে থ্রীডি গেম। সঙ্গে রথের মেলায় এবারও ১২ দিন থাকছে বই প্রেমীদের জন্য বিভিন্ন নামিদামি প্রকাশনা সংস্থার উপস্থিতিতে বইমেলা। এদিকে, রথযাত্রা উপলক্ষে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। তাছাড়া, দুর্গাপুরের ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসব, উখরার রাজাদের ২৫০ বছরের রথযাত্রা এবং পানাগড়ে রথযাত্রা নিয়েও মানুষের মধ্যে রয়েছে চরম উন্মাদনা।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?







Like Us On Facebook