দুর্গাপুরের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহকারি ডিরেক্টর পদে যোগ দিলেন প্রদীপ মুখার্জী। মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বও তিনিই সামলাবেন। বাঁকুড়ার বিষ্ণুপুরের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক ছিলেন প্রদীপ বাবু। সম্প্রতি তিনি দুর্গাপুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহকারি ডিরেক্টর পদে যোগ দিয়েছেন। একইসঙ্গে তিনি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বও সামলাবেন বলে জানা গেছে।
দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্ত্তী সম্প্রতি বালুরঘাট জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্ব পাওয়ায় দুর্গাপুরের ওই পদ খালি ছিল।
বিষ্ণুপুরের তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্ব সামলানোর পাশাপাশি প্রদীপবাবু একইসঙ্গে বাঁকুড়ার খাতড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বও সামলেছেন। প্রদীপবাবু দুর্গাপুরের বাসিন্দা। সহজ, সরল ও মিশুকে স্বভাবের আধিকারিক শান্তনু চক্রবর্ত্তীকে কয়েদিন আগে বিদায় জানানোর পর পরই একই দপ্তরে আরএক হাস্যমুখের অমায়িক আধিকারিককে পেয়ে শিল্পী, সাহিত্যিক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মী ও সাংবাদিক মহল খুশি।
প্রদীপবাবু বর্ধমান ডট কমকে বলেন, ‘আমি ১৫ ফেব্রুয়ারি তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহকারি ডিরেক্টর পদে যোগ দিয়েছি। আশা করি সকলের সহযোগিতা আমি পাব।’