বর্ধমানের বি সি রোডে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ বাজার করার সময় বাইকের ধাক্কায় মাঝবয়সী এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটল। তাঁর মাথায় আঘাত লাগার ফলে প্রচুর রক্তক্ষরণ হয় মাথা থেকে। স্থানীয় মানুষজন ওই মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ বাইক আরোহীকে গ্রেফতার করেছে এবং বাইকটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সুত্রে জানা গেছে ১৯ বছর বয়স্ক ওই বাইক আরোহীর বাড়ি ভাতার ব্লকে। যুবকটি একটি বেসরকারি সংস্থায় কাজ করে। কর্মসুত্রে বর্ধমানে এসেছিল। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।