.

করোনা যুদ্ধে প্রথম সারিতে আছেন কোভিড হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার তিনটি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই কিট সহ সংক্রমণ রুখতে অন্যান্য সরঞ্জাম- মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ইত্যাদি তুলে দেওয়া হল। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতাল, কাঁকসার সনকা হাসপাতাল ও আসানসোলের এইচএলজি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে করোনা মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী সভাঘরে মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলায় করোনা মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করা তিন হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন মহকুমাশাসক। জানা গেছে, এদিন এইসব প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার বিষয়ে দুর্গাপুর মহকুমা প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এনএসপিসিএল কর্তৃপক্ষ।

Like Us On Facebook