.
দুর্গাপুরে কোক-ওভেন থানার কল্পতরু কলোনিতে সাতসকালে সজারু উদ্ধার হলে সজারু দেখতে কৌতুহলী মানুষ ভিড় জমান। জানা গেছে, এখানেই মাস দুয়েক আগে আর একটি সজারু উদ্ধার হয়। শনিবার সাতসকালে সজারুটিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় মানুষ। এরপরই কৌতুহলী মানুষের ভিড় জমতে থাকে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পশুপ্রেমী দেবাশীষ মজুনদার। তিনি উদ্ধার করেন সজারুটিকে। দেবাশীষবাবু বলেন, ‘আমি খবর পাওয়ার পরই তড়িঘড়ি এলাকায় পৌঁছে সজারুটিকে উদ্ধার করি। সজারুটি আহত অবস্থায় ছিল। মাথায় ও পিঠে চোট রয়েছে। আমি উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলাম।’ বনদফতরের রেঞ্জ অফিসার পঞ্চানন রক্ষিত জানান, কল্পতরু কলোনি থেকে এই সজারুটি উদ্ধার করা হয়েছে। সজারুটির শরীরে জখম রয়েছে। চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলা হবে। তারপর পুনরায় ছেড়ে দেওয়া হবে। এরা মূলত শান্ত জায়গায় থাকতে ভালোবাসে।