ড্রোনের মাধ্যমে দুর্গাপুর থেকে দামোদরের চরে পোস্ত চাষের জমি চিহ্নিত করে অভিযান চালিয়ে সেই সব পোস্তর ফসল নষ্ট করল আবগারি দফতর। দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে বাঁকুড়ার মানাচরে স্পিড বোটে করে অত্যন্ত গোপনে আবগারি দফতরের কর্মীরা মানাচরে এসে এই অভিযান চালান। আবগারি দফতরের আধিকারিক বিশ্বজিৎ ভক্ত বলেন, ‘আমরা প্রথমে ড্রোন দিয়ে দামোদরের মানাচর এলাকায় সার্ভে করি। তারপর দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে বাঁকুড়ার মানাচরে স্পিড বোটে করে গিয়ে অভিযান চালাই। ৭০ বিঘা জমির উপর অবৈধ পোস্ত চাষ নষ্ট করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।’

Like Us On Facebook