পাচারের আগেই বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হল ১১১টি কচ্ছপ। কচ্ছপগুলি উদ্ধার করে জিআরপি ও আরপিএফ। ঘটনায় ২ মহিলাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে বর্ধমান স্টেশনে আরপিএফের রুটিনমাফিক তল্লাশির সময় গ্বালিয়র-হাওড়া চম্বল এক্সপ্রেসের এস-১ কম্পার্টমেন্ট থেকে সন্দেহজনক দুটি ব্যাগ উদ্ধার করে আরপিএফ। তল্লাশিতে ব্যাগ থেকে উদ্ধার হয় ৩৯ টি কচ্ছপ।

একই সঙ্গে এদিন সকালে স্পেশাল চেকিং চলছিল জিআরপিরও। স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের হাওড়ার দিকে প্ল্যাটফর্মের মধ্যে দুটি থলি ও দুটি পিঠব্যাগ রাখা থাকার বিষয়টি নজরে আসে জিআরপির। ব্যাগগুলি নড়াচড়া করতেই সন্দেহ হওয়ায় দুই মহিলা সহ ব্যাগগুলিকে আটক করে জিআরপি, উদ্ধার হয় ৭২টি কচ্ছপ। জিআরপি সূত্রে জানা গেছে, এই দুই মহিলা উত্তরপ্রদেশের পাকড়ী থানার সুলতানপুরের বাসিন্দা। ধৃত দুই মহিলাকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়।

Like Us On Facebook