আসানসোল পুরভোটে শাসকদলের বিরুদ্ধে ভোট লুট, ভোটারদের ভোটদানে বাধা ও বিরোধী প্রাথীদের মারধরের অভিযোগে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ করলেন বাম কর্মীরা। দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করেন বাম কর্মীরা। এদিন পথ অবরোধের নেতৃত্বে ছিলেন দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। পঙ্কজবাবু বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশন নীরব দর্শক। পুলিশ শাসকদলের হয়ে আসানসোলে ভোট করাচ্ছে। মানুষকে ভোটদান করতে দিচ্ছে না। ভোট কেন্দ্রে এজেন্ট বসতে দিচ্ছে না। প্রার্থীদের মারধর করে ভোট লুট করে শাসকদল পুরভোটে জয়লাভ করতে চায়।’
Like Us On Facebook