দীর্ঘদিন ধরেই দুর্গাপুরের নামি কয়েকটি বিউটি পার্লারের বিরুদ্ধে পার্লারের নামে মধুচক্র চালনোর অভিযোগ করছিলেন স্থানীয় মানুষজন। শনিবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গঠিত বিশেষ টিম দুর্গাপুরের বিভিন্ন এলাকায় কয়েকটি বিউটি পার্লারে অভিযান চালায়। তারমধ্যে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা আবাসন এলাকায় দি গ্ল্যামারাস বিউটি পার্লার থেকে ১১ জন মহিলা সহ ১২ জনকে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে আটক করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষ বিভিন্ন নামকরা বিউটি পার্লার গুলির পিছনে অসামাজিক কার্যকলাপ চলছে বলে পুলিশকে বার বার অভিযোগ জানাচ্ছিলেন। শনিবার অম্বুজা আবাসন এলাকার ওই পার্লার সহ শহরের বেশ কয়েকটি বিউটি পার্লারে অতর্কিতে হানা দেয় পুলিশ। তারমধ্যে অম্বুজা আবাসন এলাকার দি গ্ল্যামারাস বিউটি পার্লার থেকেই পার্লারের মালিক সহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আপাতত পার্লারটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিন পুলিশ দুর্গাপুরের আরও কয়েকটি বিউটি পার্লারে হানা দিয়ে আরও কয়েকজন পুরুষ ও মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।