সাড়ম্বরে শুরু হল দুর্গাপুর নগর নিগম পরিচালিত দ্বিতীয় বর্ষের বইমেলা। শনিবার প্রদীপ জ্বেলে বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক বাণী বসু ও বিশিষ্ট সংবাদ পাঠক তথা বাচিক শিল্পী তরুণ চক্রবর্তী সহ দুর্গাপুরের মেয়র ও মেয়র পারিষদ এবং বিশিষ্ট সাহিত্যিক-লেখকরা। মেলার উদ্বোধনের আগে এক পদযাত্রার আয়োজন করা হয়। উদ্ধোধনের আগেই বইমেলায় স্কুল পড়ুয়া থেকে বই প্রেমীদের ঢল নামে। বিভিন্ন প্রকাশনা সংস্থার যোগদানে দুর্গাপুর বইমেলা প্রথম দিনেই জমজমাট।

এদিন উদ্ধোধনের কিছুক্ষণ পরে বইমেলায় উপস্থিত হন মন্ত্রী মলয় ঘটক। মলয়বাবু বলেন, ‘দুর্গাপুর বইমেলা দ্বিতীয় বছরেই মানুষের মন জয় করে নিয়েছে এবং জমজমাট হয়ে উঠেছে দেখে আমি অভিভূত।’ বক্তব্য রাখতে গিয়ে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ বিশিষ্ট সাহিত্যিক বাণী বসু এদিন দেশের সাম্প্রতিক ঘটনাবলি তুলে ধরে এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানান শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে। অনুষ্ঠানে বিশিষ্ট সংবাদ পাঠক তথা বাচিক শিল্পী তরুণ চক্রবর্তী এদিন নির্বাচিত কিছু আবৃত্তি পাঠ করার সঙ্গে সঙ্গে দর্শকদের গান গেয়েও শোনান। এবার মেলায় ৭৪টি স্টল হয়েছে এবং মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। বইমেলার মূল মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সাহিত্য-আলোচনার আয়োজন করা হবে বলে জানা গেছে।







Like Us On Facebook