বৃহস্পতিবার সকালে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি মোড়ে অবৈধ বালি পাচার রুখতে ফরিদপুর ব্লকের বিএলআরও রাজকুমার দিক্ষীত চার জন সহকর্মীকে নিয়ে অবৈধ বালির গাড়ি ধরতে গেলে এক অবৈধ বালির ট্রাক বিএলআরওর গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনক্রমে প্রাণ বাঁচান বিএলআরও রাজকুমার দিক্ষীত ও তাঁর সহকর্মীরা।
দুর্গাপুরের মহকুমাশাসক ডাঃ শ্রীকান্থ পাল্লীর নির্দেশে দুর্গাপুরের ডিসিপি বিষয়টি তদন্তের নির্দেশ দেন। শুক্রবার ফরিদপুর থানার ওসি অনির্বাণ বসুর নেতৃত্বে পুলিশ বাহিনী লাউদোহা এলাকার মাধাইপুর ঘাট, গৌরবাজার গৌলাই ঘাটে অবৈধ বালির বিরুদ্ধে অভিযানে নামেন। যদিও শুক্রবার ফরিদপুর থানার পুলিশ অভিযানে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসে। ফরিদপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিন এই অভিযান চলবে বালি ঘাট গুলিতে। এদিকে বিএলআরওর গাড়িকে ধাক্কা দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে বলে জানা গেছে।