শুক্রবার থেকে গোটা রাজ্যের মধ্যে প্রথম পূর্ব বর্ধমান জেলায় ১০০ দিনের কাজের প্রকল্পে জেলার সমস্ত পর্যটনকেন্দ্রগুলিকে সাজিয়ে তোলার কাজ শুরু হল। এদিন জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকরা জেলার ২৩টি ব্লকের ২১৫টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কাজের সূচনা করলেন।

পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এদিন মঙ্গলকোটের যোগাদ‌্যা সতীপীঠ থেকে এই কাজের সূচনা করেন। জেলাশাসক জানিয়েছেন, জেলার সমস্ত পর্যটনকেন্দ্রগুলিকেই ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পে। আগামী ১৫দিন ধরে একটানা চলবে এই কাজ। এই কাজের মুখ্য উদ্দেশ্য ১০০ দিনের প্রকল্পে আরও বেশি সংখ্যক মানুষকে কাজ দেওয়া এবং শ্রমদিবস সৃষ্টি করা। একইসঙ্গে এই কাজের মধ্যে দিয়ে আরও সম্পদ সৃষ্টির লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, পর্যটনকেন্দ্রগুলিতে পুকুর খনন ও সংস্কার, ফুল চাষ, ইকোপার্ক তৈরি করা প্রভৃতি কাজ করা হবে। এদিন এরই পাশাপাশি জবকার্ড হোল্ডারদের স্বাস্থ্য পরীক্ষা শিবির, জাতিগত শংসাপত্র এবং শীতের পোশাকও দেওয়া হয়। জেলাশাসক জানিয়েছেন, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত একটানা চলবে এই কাজ।


Like Us On Facebook