ধসের জেরে গৃহহীন ১৩টি পরিবার। গত দু’দিন ধরে খোলা আকাশের নীচেই দিন কাটাতে হচ্ছে গৃহহীন পরিবারগুলিকে। গৃহহীন হওয়া গীতা সিং তাঁর পরিবারের ৫ সদস্যকে নিয়ে এখনও খোলা আকাশের নীচেই দিন কাটাচ্ছেন। ধসের কবলে ক্ষতিগ্রস্ত হওয়া আবাসন থেকে একের পর এক জিনিসপত্র জীবনের ঝুঁকি নিয়ে বের করে আনছে ওই গৃহহীন পরিবারগুলি। রাস্তার ধারে জিনিসপত্র রেখে সেখানেই এখন দিন কাটছে গৃহহীন পরিবারগুলির সদস্যদের। ইসিএল কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলিকে সাহায্যের কোন আশ্বাস দেওয়া হয় নি বলে দাবি গৃহহীন পরিবারগুলির।

উল্লেখ্য, ২০ জুন ভোররাতে অন্ডালের জামবাদ খোলামুখ খনির আবাসন এলাকায় ধস হয়৷ আর তাতে এক মহিলা চাপা পড়েন বলে দাবি স্থানীয়দের৷ এছাড়া ইসিএলের পাঁচটি পরিত্যক্ত আবাসনও ভেঙে পড়ে৷ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়৷ ঘটনাস্থাল পরিদর্শনে এসে পুনর্বাসন না দেওয়ায় ইসিএলের গাফিলতিকেই দায়ী করেন আসানসোলের মেয়র তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি৷

এদিকে ঘটনার পর দু’দিন হতে চলল, কিন্তু ধসে চাপা পড়া মহিলাকে উদ্ধার করা যায় নি এবং গৃহহীন হয়ে পড়া অসহায় মানুষগুলোর থাকা বা খাওয়ার ব্যবস্থা কেউ করেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। সারারাত পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচেই অভুক্ত অবস্থায় দিন কাটাতে হচ্ছে বলে দাবি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির।

Like Us On Facebook