২০১৭ সালে ভালো ছবি তোলার নেশায় দুর্গাপুরের বেনাচিতির নতুন পল্লীর বাসিন্দা কৌশিক রাহা দুর্গাপুর থেকে ছুটে যান কাঁচড়াপাড়ার একটি বাগানে। সেখানে দীর্ঘ সময় ধরে ধৈর্য্যের পরীক্ষা দিয়ে একটি রঙবাহারি পোকাকে ফুলের উপর বসার দুর্লভ মূহুর্তের ছবি ক্যামেরাবন্দি করেন। আবার বেনাচিতির সুভাষ পল্লীর বাসিন্দা কলেজ পড়ুয়া দেবাঞ্জন রায় তাঁর কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে রঙিন যুগেও সাদা কালোয় একটি বালকের ছবি ক্যামেরাবন্দি করেছেন। বিশিষ্ট ফটোগ্রাফার পার্থ প্রতিম চক্রবর্তী জীবনের ঝুঁকি নিয়ে এক জঙ্গলে আগন্তুক এক বাঘের ছবি তুলেছেন। বিভিন্ন ফটোগ্রাফারদের তোলা এই রকমই সব বিভিন্ন মুহুর্তের অসাধারণ কিছু ছবি নিয়ে দুর্গাপুরে হল ফটো এক্সিবিশন।
শিল্পাঞ্চলের প্রবীণ ফটোগ্রাফারদের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের যুবক-যুবতীদের নানান ফটোগ্রাফি নিয়ে অন্যবারের মতো এবারও দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে ফটোগ্রাফি অ্যান্ড নেচার ক্লাব অফ দুর্গাপুরের উদ্যোগে শনিবার ও রবিবার দুই দিন ব্যাপী ফটো এক্সিবিশন হল। শিল্পনগরী দুর্গাপুরের বিশিষ্ট ফটোগ্রাফারদের তোলা ছবি দেখতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেল। শীতের মরসুমে উইক এন্ডের ছুটিতে এই ফটো এক্সিবিশন শিল্পাঞ্চলের মানুষকে এক অন্য স্বাদ দিল।