দুর্গাপুরের ২১ নং ওয়ার্ডের চাষী পাড়ায় কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবীমা আয়ুষ্মান ভারত প্রকল্পের হেল্থ কার্ড বিলি করতে এসে শাসক দলের কর্মীদের হাতে পোস্ট অফিসের পিয়ন হেনস্থার শিকার হলেন বলে অভিযোগ। একই সঙ্গে স্থানীয় মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড না নেওয়ার কথা বলতে গিয়ে চাষী পাড়ার বাসিন্দাদের হাতে প্রহৃত হলেন ২১ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস সাহা। তাঁকে স্থানীয় মানুষ বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাঁর মাথা ফেটে যায়। যদিও তাপসবাবুর অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁর উপর পরিকল্পিত আক্রমণ চালিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে।

তাপসবাবুকে সিটি সেন্টারের একটি নার্সিং হোমের ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নার্সিং হোমে ছুটে যান পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী। উত্তমবাবু বলেন, ‘আজ, রবিবার পোস্ট অফিস ছুটি থাকে। পিয়ন নয়, বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা আয়ুষ্মান ভারত প্রকল্পের হেল্থ কার্ড বিলি করছিল চাষী পাড়া এলাকায়। আয়ুষ্মান প্রকল্পের হেল্থ কার্ড মুখ্যমন্ত্রী প্রত্যাখ্যান করেছেন বাংলা থেকে। তারপর চুপিসাড়ে রবিবার বিজেপি কর্মীরা ওই কার্ড বিলি করছিল, এলাকায় অস্থিরতা সৃষ্টি করতে। স্থানীয় মানুষ প্রতিবাদ করায় বিজেপি কর্মীরা লাঠিসোটা দিয়ে ২১ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস সাহার মাথা ফাটিয়ে দেয়।’

এদিকে চাষী পাড়ার বাসিন্দা পুতুল দাস বলেন, ‘কেউ বিজেপি কর্মী ছিল না। সকলেই চাষী পাড়ার বাসিন্দা। আমরা গরীব মানুষ। হেল্থ কার্ড যেই নিতে যাই সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতা তাপস সাহা দলবল নিয়ে হেল্থ কার্ড গুলি ছিঁড়ে দেয়। পিয়নকে হেনস্থা করতে গেলে আমরা এর প্রতিবাদে রুখে দাঁড়াই। দুই পক্ষের মধ্যে ধাক্কা ধাক্কি হয়। এরমধ্যেই তাপস সাহা পড়ে গিয়ে পাথরে মাথা ফেটে যায়।’ কেবলমাত্র ২১ নং ওয়ার্ডেই নয় রবিবার দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে আয়ুষ্মান ভারত প্রকল্পের হেল্থ কার্ড বিলি করা হয় বলে সূত্রের খবর।





Like Us On Facebook