পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁকসায় তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতিবাদ মিছিল বের হল রবিবার সকালে। পানাগড়ের রণডিহা মোড় থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল বের হয়ে শেষ হয় দার্জিলিং মোড়ে। মিছিলের নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি, প্রভাত চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক অলোক মাজি সহ কাঁকসার তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।
একই ইস্যুতে দুর্গাপুরের ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্টিল টাউনশিপের ডেভিড হেয়ার থেকে চন্ডিদাস মার্কেট পর্যন্ত বিরাট মিছিল বের করে। মিছিলে কেন্দ্রীয় সরকারের পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন দলীয় নেতা-কর্মীরা। মিছিলে পা মেলান দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন পাল, মেয়র পারিষদ অমিতাভ বন্দোপাধ্যায়, পবিত্র চট্টোপাধ্যায়, রাজীব ঘোষ সহ অন্যান্য কাউন্সিলররা।