দুর্গাপুরে করোনা গ্রাফ উর্দ্ধমুখী। করোনা মোকাবিলায় দুর্গাপুরের ১২ টি এলাকা এই মুহূর্তে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রবিবার দেখা গেল শহর জুড়ে করোনা মোকাবিলায় মানুষকে সচেতন করতে পুলিশ ও দুর্গাপুর পুরসভা প্রচার চালাচ্ছে। অপরদিকে কিছু মানুষ এখনও সচেতন নয় সেই ছবিও ধরা পড়ল।
একদিকে, দুর্গাপুরের বাজার এলাকায় পুলিশ কর্মীরা করোনা বিধি মেনে চলার আহ্বান জানাচ্ছেন এবং দুর্গাপুর পৌরসভার মেয়র পারিষদরা, কাউন্সিলরা রাস্তায় নেমে প্রচার করছেন। অন্যদিকে, কনটেনমেন্ট জোনে কড়া নজরদারির অভাবে কনটেনমেন্ট জোনের ভিতর থেকে বাইরে অবলীলায় মানুষজন যাওয়া আসা করছেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। দুর্গাপুরের ১০ নং ওয়ার্ডের অন্তর্গত অশোক অ্যাভিনিউ, শিবাজী রোড, রাণাপ্রতাপ রোড সহ ২২ নং ওয়ার্ডের অন্তর্গত সিটি সেন্টারের উদয়শঙ্কর বিথী, অম্বুজা আবাসন সহ রিকল পার্ক, সেন্ট্রাল পার্ক, শিল্প কানন বি১৬, শিল্প কানন ফেজ থ্রী, ২৭ নং ওয়ার্ডের অন্তর্গত সালানপুরিয়া আবাসনকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কিন্তু কনটেনমেন্ট জোনের বিভিন্ন এলাকায় রবিবার সকালে দেখা যায়, কিছু মানুষ বাঁশের বেড়ার নীচ দিয়ে যাতাযাত করছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এইভাবে কনটেনমেন্ট জোন দিয়ে যদি যাতাযাত করা হয় তাহলে দুর্গাপুরে বিভিন্ন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।