অন্ডালের টপলাইন মোড়ের কাছে জাতীয় সড়কে রবিবার রাতে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম অনুজ কুমার ঠাকুর (২৮), কাজোড়ার মাড়োয়ারি কোঠির বাসিন্দা। মৃত যুবক চিতাডাঙার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। প্রতিদিনের মতো রবিবার রাতেও তিনি সাইকেলে করে কাজে যাচ্ছিলেন, পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এরপর অনুজ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। রাস্তা দিয়ে যাওয়া এক পথচারী ঘটনাটি দেখতে পেয়ে কিছুদূরে উপস্থিত ট্রাফিক পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার পর মাড়োয়ারি কোঠি এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে আসা হলে পরিবারের সদস্যরা শেষকৃত্য সম্পন্ন করেন।
Like Us On Facebook