শুনে হাড় হিমকরা অলৌকিক ঘটনা বলে মনে হবে। সারা দিনে মাঝে মধ্যেই গুম গুম শব্দে মাটি কেঁপে উঠছে। মাটির কম্পনের চোটে গোটা এলাকায় প্রায় শতাধিক বাড়িতে দেখা দিয়েছে ফাটল। মাটির নীচ থেকে ওঠা টানা বিকট শব্দে অনেকেই মাথা ব্যথার অভিযোগ তুলেছেন। এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন বলে অভিযোগ স্থানীয় মানুষের। ঘটনাস্থল দুর্গাপুরের ৩৮ নং ওয়ার্ডের অন্তর্গত রাতুড়িয়া শিল্পতালুক সংলগ্ন হেডকোয়ার্টার ও তেঁতুলতলা কলোনী।
সারাদিনে একাধিকবার এই ধরণের মাটিতে কম্পন এবং বিরক্তিকর আওয়াজে এখন গোটা এলাকার মানুষ আতঙ্কিত। জানা গেছে, মাটির কম্পনের জেরে এলাকার প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী ও স্থানীয় শিল্পতালুকের শ্রমিক নেতা মহম্মদ হালিমের বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। সামনেই দুর্গাপুজো আর এই সময়ে এই উটকো ঝামেলায় পড়ে স্থানীয় মানুষের দমবন্ধ অবস্থা। তাই মাটির কম্পনের কারণ ও সমস্যার সমাধানের পথ খুঁজতে এখন এলাকার মানুষের দিশেহারা অবস্থা।
এলাকার প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী ও স্থানীয় শ্রমিক নেতা মহম্মদ হালিমের অনুমান, যেহেতু এলাকাটি রাতুড়িয়া শিল্পতালুক সংলগ্ন তাই শিল্পতালুকের কোন কারখানায় হয়ত কোন ভারী মেশিন বসানো হয়েছে এবং সেই যন্ত্রটি চালু করলেই এই ধরণের ভূকম্পন এবং বিকট আওয়াজ হচ্ছে। অরবিন্দ নন্দী ও মহম্মদ হালিমের মত এলাকায় বাসিন্দা মলিনা কর, অমৃতা হালদার, প্রশান্ত কর সহ অন্যান্যদেরও একই অনুমান। সমস্যার সমাধানের পথ খুঁজতে এলাকাবাসী এখন প্রশাসনের মুখাপেক্ষী হয়ে রয়েছেন।