দেশের বিভিন্ন জায়গায় ছেলেধরা সন্দেহে অপরিচিতদের মারধরের খবর এখন রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। এক শ্রেণির মানুষ গুজবের উপর ভর করে বিভিন্ন এলাকায় অপরিচিতদের মারধরের ঘটনা ঘটিয়ে চলেছে। এরাজ্যেও গুজবের শিকার হয়েছেন বেশ কিছু মানুষ। পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের পর অন্ডালের ছোড়া পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে বুধবার রাতে এলাকায় ঘোরাঘুরি করা এক অপরিচিত যুবককে ছেলেধরা সন্দেহ ক্লাবে আটকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।

বৃহস্পতিবার সকালে শঙ্করপুর গ্রামে গিয়ে দেখা যায় গুজবে গোটা গ্রাম ছেলেধরার আতঙ্কে আতঙ্কিত। এমনকি স্থানীয় শিশুশিক্ষা কেন্দ্রে আতঙ্কের ফলে উপস্থিতির হার নাম মাত্র। শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সাকিলা খাতুন বলেন, ‘ছেলে ধরার গুজবে গোটা গ্রাম আতঙ্কিত হয়ে পড়েছে। অভিভাবকরা ছেলে ধরার ভয়ে শিশু শিক্ষা কেন্দ্রে ছেলেমেয়েদের আর পাঠাচ্ছে না। স্কুলে উপস্থিত আজ মাত্র দু’জন।’ প্রশাসন ও পুলিশ বার বার গুজবে কান না দেওয়ার জন্য বা সন্দেহের বসে আইন হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার প্রচার চালালেও সেই গুজব থেকেই জনরোষের শিকার হচ্ছেন অনেকে।

Like Us On Facebook