.

রবিবার সকালে দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ির বিভিন্ন এলাকায় পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠি, দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে এবং দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী সহ বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় রুট মার্চ করেন। ওয়ারিয়া ফাঁড়ির কাদা রোড ও মেনগেট এলাকায় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন। এবং ২৯ এপ্রিল নির্ভয়ে ভোট দান করার আহ্বান জানান। উল্লেখ্য, গত দুর্গাপুর পুরসভার ভোটের সময় ওয়াড়িয়া ফাঁড়ির কাদা রোড ও মেনগেট এলাকায় বিভিন্ন বুথে অশান্তি সৃষ্টি হয়। সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশে দুর্গাপুরের বিভিন্ন জায়গার উত্তেজনা প্রবণ এলাকাউগুলি চিহ্নিত করে প্রশাসন ভোটারদের নির্ভয়ে ভোটদানে উৎসাহ দিতে রুট মার্চ করছে বলে জানা গেছে।

Like Us On Facebook