এক প্রাক্তন সিআরপিএফ কর্মীর এফআইআর নেওয়ার পরও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠল নিউ টাউনশিপ থানার বিরুদ্ধে। ওই প্রাক্তন সেনা শেষমেশ পরিবারের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন। ঘটনাটি ঘটেছে ২১ মার্চ দোলের দিন দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত এমএএমসি’র শরৎপল্লীতে।

জানা গেছে, প্রাক্তন সিআরপিএফ জওয়ান যদুনন্দন কুন্ডু দুর্গাপুরের শরৎপল্লীর বাসিন্দা। কর্মক্ষেত্র থেকে অবসরের পর যদুনন্দন কুন্ডু শরৎপল্লীতেই স্বপরিবারে থাকেন। মাঝে বেশ কিছুদিন যদুনন্দন কুন্ডু ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং-এর দেহরক্ষীর কাজ করতেন। বর্তমানে অর্জুন সিং দলবদলের পর আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিতে যোগদান করে বারাসতের বিজেপি প্রার্থী হয়েছেন। অর্জুন সিং-এর প্রাক্তন দেহরক্ষীও বর্তমানে মনেপ্রাণে বিজেপির সমর্থক। এতেই শাসকদলের কর্মীদের গাত্রদাহ হচ্ছে বলে অভিযোগ। বিশেষ করে যদুনন্দন কুন্ডুর পড়শি এক কট্টর তৃণমূল কংগ্রেস কর্মী প্রতিনিয়ত পায়ে পা দিয়ে যদুবাবুর পরিবারের সঙ্গে অশান্তি সৃষ্টি করে বলে অভিযোগ যদুবাবুর।

২১ মার্চ দোলের দিন বাজার থেকে ফেরার পথে স্থানীয় দুর্গামন্দিরের কাছে যদুবাবুর পড়শি ওই তৃণমূল সমর্থক ও তাঁর দলবল যদুবাবুর পথ আটকে যদুবাবুকে বেধড়ক পেটায় বলে অভিযোগ। কোনরকমে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে গিয়ে জখম অবস্থায় যদুবাবু দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হলে সেখানে পৌঁছে স্থানীয় আর এক তৃণমূল কংগ্রেস নেতা যদুবাবুকে প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ যদুবাবুর। এই ঘটনার পর গোটা পরিবার আতঙ্কিত হয়ে পড়ে বলে জানা গেছে। গোটা বিষয়টি নিউ টাউনশিপ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেওয়ার পর কোন ব্যবস্থা নেওয়ার তৎপরতা দেখায়নি বলে অভিযোগ যদুবাবুর পরিবারের।

হাসপাতাল থেকে ছুটির পর যদুবাবু দোষীদের গ্রেফতারের দাবিতে থানা থেকে মহকুমা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলকেই চিঠি লেখেন বলে জানান। কোন ফল না মেলায় শেষমেশ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় যদুবাবুর পরিবার। এখনও দোষীরা গ্রেফতার না হলেও জানা গেছে নির্বাচন কমিশনের চাপে পড়ে শেষমেশ প্রশাসন ও পুলিশ নড়েচড়ে বসেছে। এদিকে বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার খবর পেয়ে দুর্গাপুরের বিজেপি নেতৃত্ব প্রাক্তন সেনার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। রবিবার এই খবর ছড়িয়ে পড়তেই শিল্পাঞ্চল জুড়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। যদুনন্দন কুন্ডুর অভিযোগ নিয়ে অভিযুক্তরা কোন কিছু বলতে অস্বীকার করেন।

Like Us On Facebook