.
রাজ্য মুয়ে থাই প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার প্রতিযোগীরা বিশেষ সাফল্য পেল। সম্প্রতি ১২তম রাজ্য মুয়ে থাই চাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল কলকাতার সাই বক্সিং ক্লাবে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২০০ প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। পশ্চিম বর্ধমান জেলা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় শুভম রায়, সুব্রত বাউরি, রুপম পাল ও দোয়েল রাই। এই প্রতিযোগিতায় ব্যক্তিগত বিভাগে শুভম রায় ও দোয়েল রাই স্বর্ণ এবং সুব্রত বাউরি ও রুপম পাল রৌপ্য পদক অর্জন করে।
Like Us On Facebook