.
ফের বন বিভাগের তৎপরতায় ভিড়িঙ্গী মোড় থেকে ৭ জন পাখি পাচারকারীকে গ্রেফতার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ইস্টার্ন জোনের আধিকারিকরা। প্রায় পাঁচশোর মতো টিয়া পাখির বাচ্চা উদ্ধার করল বন দফতরের অপরাধ দমন শাখার আধিকারিকরা। রবিবার ভোর রাতে বিহারের ঔরঙ্গাবাদ থেকে কলকাতার বাবুঘাটের দিকে যাচ্ছিল একটি লাক্সারি বাস, গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের অপরাধ দমন শাখার আধিকারিকরা বেনাচিতির ভিড়িঙ্গী মোড়ের কাছে এই বাসটিকে আটকায়, বাস থেকে উদ্ধার হয় এই টিয়া পাখির বাচ্চাগুলি। গ্রেফতার করা হয় পিন্টু খাঁন, আসিফ খাঁন, মহম্মদ গুড্ডু সহ বাসের চালক ও খালাসিকে। দুর্গাপুর ডিভিশনের সহ-বনাধিকারিক সোমনাথ চৌধুরী জানিয়েছেন, পিন্টু খাঁন ও মহম্মদ গুড্ডু এর আগেও পাখি পাচার কাণ্ডে জড়িত ছিল। ভিন রাজ্যের পাশাপাশি বাংলাদেশেও এই পাখিগুলি পাচার করা হতো বলে বন দফতরের এই আধিকারিকরা জানিয়েছেন। ধৃতদের জেরা করে এখন ইস্টার্ন ডিভিশনের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে। বাসটিকে বন দফতর আটক করেছে।