রবিবার ছুটির দিনে ভোট বাজার সরগরম। দুর্গাপুরে রবিবার জোর কদমে প্রচারে করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই, তৃণমূল কংগ্রেসের প্রদীপ মজুমদার এবং সিপিএমের আভাস রায় চৌধুরী সহ দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীরা। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজের নিজের এলাকায় প্রচার সারলেন প্রার্থীরা। দুর্গাপুর নগর নিগমের ২৯ নম্বর ওয়ার্ডের অধীন দেশবন্ধু নগর, হূষিকডাঙা এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রচার করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই। পুজো দিলেন মন্দিরেও। জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত বলে ডাবি করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই।

অপরদিকে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারও দুর্গাপুর ইস্পাত নগরীর চন্ডিদাস সহ বেশ কিছু এলাকায় প্রচার সারলেন। দলীয় কর্মীদের নিয়ে এই প্রচার সভায় দলের ইস্তাহারের পাশাপাশি বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। পাশাপাশি কাঁকসার দোমড়া গ্রামে আদিবাসী ও বাউল শিল্পীদের নিয়ে সম্মেলনে যোগ দিয়ে জনসংযোগ বাড়াতে করতল হাতে আদিবাসীদের সঙ্গে নিত্য করলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। রবিবার কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দোমড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদিবাসী লোকশিল্পী ও বাউল শিল্পীদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার পান্ডবেশ্বরের হরিপুরে রামসীতা মন্দিরে পুজো দিয়ে নিজের এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী জীতেন্দ্র তেওয়ারি। সঙ্গে ছিলেন তাঁর পত্নীও। জীতেন্দ্র তেওয়ারি স্থানীয় মানুষকে প্রতিশ্রুতি দেন, যদি আপনারা ফের আমাকে বিধায়ক নির্বাচিত করেন, তাহলে আমি আমার পয়সায় আপনাদের অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে নিয়ে যাব।

Like Us On Facebook