.
কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন ব্লকে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সকাল ৮ টার আগেই গণনাকর্মী ও বিভিন্ন দলের এজেন্টরা গণনাকেন্দ্রে পৌঁছে যান। কিন্তু বিভিন্ন জায়গায় সকাল ৮ টার বেশ কিছুটা পরে শুরু হয় গণনার কাজ। গণনার শুরুতেই দুই বর্ধমানের প্রায় সব কেন্দ্রে এগিয়ে রয়েছে শাসকদল। ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীদের জয়ের খবর আসতে শুরু করেছে। পুর্ব বর্ধমানে প্রথম জয়ের খবর রায়না ২-এর পাঁইটা গ্রাম পঞ্চায়েতের ৮ নং আসনে। জয়ী তৃণমূলের প্রার্থী শ্যামলকান্তি দাঁ। তিনি ৫৮৪ ভোটে জয়ী।
Like Us On Facebook