পূর্ব বর্ধমান জেলায় সরকারি ও বেসরকারি হিসাব মিলিয়ে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২০তে। সবথেকে বেশী পূর্বস্থলী -২ নং ব্লকে ৭৩ জন আক্রান্ত হয় হয়েছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানিয়েছেন, গত ২৬ অক্টোবর পর্যন্ত পাওয়া এই তথ্য অনুযায়ী এখনও কোন আক্রান্তের খবর মেলেনি দাঁইহাট পুরসভায়। এছাড়াও গুসকরা পুর এলাকায় ১জন, মেমারি পুর এলাকায় ২জন, কালনা পুর এলাকায় ৩জন, কাটোয়া পুর এলাকায় ১১ জন এবং বর্ধমান পুরসভা এলাকায় ৪৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বাগবুল ইসলাম জানিয়েছেন, জেলায় চলতি সময়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও স্বাস্থ্যকর্মীরা সজাগ রয়েছেন। চলছে গ্রামে গ্রামে প্রচার এবং প্রতিষেধক প্রদানের কাজ। তিনি জানিয়েছেন, প্রতি রবিবার কিংবা সপ্তাহের অন্তত একটি দিন প্রত্যেক নাগরিকের কাছে তাঁর বাড়ি ও বাড়ির আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আবেদন জানানো হচ্ছে। এব্যাপারে সোস্যাল মিডিয়াকে হাতিয়ার করা হচ্ছে। রবিবার সকালেই নাগরিকদের মোবাইলে ভেসে উঠছে – সুপ্রভাত, আজ রবিবার ছুটির দিন। আজ কি আপনি আপনার বাড়ির ভিতর ও বাইরের চারপাশ ঘুরে দেখেছেন জল জমে আছে কিনা? কারণ ওই পরিষ্কার জমা জলে ডেঙ্গির মশা জন্ম নিতে পারে। তাই ডেঙ্গি প্রতিরোধে প্রতি সপ্তাহে রবিবার বাড়ির ভিতর ও বাইরের চারপাশ ঘুরে দেখুন। ফুলের টব, ফেলে দেওয়া কৌটো বা অন্য পাত্রে যেন জল জমে না থাকে। বাগবুল ইসলাম জানিয়েছেন, যে সমস্ত এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি দেখা যাচ্ছে সেখানে বেশি করে সচেতনতার উপর জোড় দেওয়া হচ্ছে। যদিও তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোন খবর নেই জেলায়।