Photo Collected from Internet

তীব্র গরমে ফুটছে গোটা পূর্ব বর্ধমান জেলা। বুধবারও জেলায় ৪০ ডিগ্রীর উপর তাপমাত্রায় রীতিমত চরম অস্বস্তিতে সাধারণ জনজীবন। তীব্র এই গরমের জেরে বৃহস্পতিবার থেকেই গোটা জেলার সমস্ত প্রাথমিক স্কুলগুলিতে স্কুলের সময়ের পরিবর্তন ঘটানো হয়েছে। জেলাশাসক প্রিয়াংকা সিংলা জানিয়েছেন, তীব্র গরমের জেরেই প্রাথমিক স্কুলগুলিকে সকালে স্কুল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সকাল সাড়ে ছটা থেকে স্কুল শুরু এবং সকাল সাড়ে এগারোটার মধ্যে স্কুল ছুটি দেওয়ার কথা জানানো হয়েছে। একইসঙ্গে মিড-ডে মিলের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত।

এদিকে, এই গরমের মধ্যেই চলছে গোটা জেলা জুড়ে দুয়ারে সরকার শিবির। গত ১১ তারিখ থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবিরে পরিষেবা প্রদান কর্মসূচী। জেলাশাসক জানিয়েছেন, মঙ্গলবার গোটা জেলায় ৭৮৯টি ক্যাম্পের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হয়েছে। তিনি জানিয়েছেন, দুয়ারে সরকার শিবিরে মোট ১ লক্ষ ৭৬ হাজার ৭৫৫টি আবেদন পড়েছে। সেগুলি আগামী ২৮ এপ্রিলের মধ্যেই তাঁরা নিষ্পত্তি করতে চাইছেন। যদিও পরিষেবা প্রদান চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এদিকে, তীব্র এই দাবদাহের কারণে দুয়ারে সরকারের এই শিবিরগুলিতেও সতর্কতা জারী করা হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পানীয় জল সহ শিবিরের মাথায় আচ্ছাদনের ব্যবস্থা করা হয়েছে। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, গোটা জেলায় সমস্ত গ্রাম পঞ্চায়েত, ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সজাগ করা হয়েছে। গরমের জেরে নানাবিধ পেটের সমস্যা তথা জলের অভাবজনিত সমস্যাগুলির ক্ষেত্রে যাতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায় সেজন্য নির্দেশ জারী করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত, ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পর্যাপ্ত ওআরএস রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গ্রাম পঞ্চায়েতগুলিকে বন্ধ থাকা বা অকেজো টিউবওয়েলগুলিকে দ্রুত মেরামত করে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, তীব্র গরমের জেরে কাঁচা সব্জির বাজারেও সব্জির দাম হু হু করে বাড়ায় জেলাশাসক জানিয়েছেন, এব্যাপারে রেগুলেটেড মার্কেট কমিটিকে নজরদারীর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

Like Us On Facebook