অবশেষে বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে দুর্গাপুর মহকুমা প্রশাসন দুর্গাপুর মহকুমা কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনে দুর্গাপুর মহকুমার সমস্ত ব্লকের জন্য মনোনয়ন পত্র তোলা ও জমা নেওয়ার ব্যবস্থা করলেন। শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিক ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের বিভিন্ন কর্তাকে সঙ্গে নিয়ে মহকুমাশাসক শঙ্খ সাঁতরা দুর্গাপুর মহকুমা কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, বিভিন্ন দলের প্রার্থীরা বিডিও কার্যালয়ের পরিবর্তে দুর্গাপুর মহকুমা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে মনোনয়নপত্র তোলা ও জমা করতে পারবেন। ৭ ও ৯ তারিখ দুর্গাপুর মহকুমা প্রশাসন কার্যালয়ে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, মহকুমাশাসককে বিজেপি ও সিপিএম কর্মীরা বিডিও কার্যালয়ে মনোনয়ন তুলতে না পারা নিয়ে বার বার ডেপুটেশন দেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের হামলার অভিযোগে মহকুমা শাসকের কার্যালয়ের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার ব্যবস্থা করতে বার বার আবেদন করেন। দুর্গাপুর মহকুমা প্রশাসন বিরোধী দলের সেই আবেদনে সাড়া দিয়ে বিরোধীদের মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়া সুনিশ্চিত করতে দুর্গাপুরের মহকুমা শাসক দুর্গাপুর মহকুমা কার্যালয়ে মনোনয়নপত্র তোলা ও জমা নেওয়ার ব্যবস্থা করেন। শুক্রবার দুর্গাপুরের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী মিনতি হাজরা ও তৃণমূল কংগ্রেসের বিষ্ণুদেব নুনিয়া অন্ডাল ও কাজোড়া জেলা পরিষদ আসনে মনোনয়নপত্র জমা দেন।