সিপিএমের লড়াই করার মতো মনের জোর নেই। পার্টির শক্তি নেই। তাই সিপিএমের প্রাক্তন সাংসদরা তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাতে মার খেল। যদি সিপিএম একজোট হয়ে শাসক দলের গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করে তাহলে রাজ‍্যের প্রধান বিরোধী দল বিজেপি সিপিএমের পাশে থাকবে। শুক্রবার দুর্গাপুরের ইএসআই হাসপাতালে কাঁকসায় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী সঞ্চিত মাজিকে দেখতে এসে একথা বলেন বিজেপির রাজ‍্য সভাপতি দীলিপ ঘোষ।

শুক্রবার কাঁকসায় সিপিএম কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে দলীয় কর্মীরা একজোট হয়ে বিডিও কার্যালয়ে মনোনয়নপত্র জমা করতে যান। বিজেপির রাজ‍্য সভাপতি দীলিপ ঘোষ এই প্রসঙ্গে বলেন আর কোন উপায় নেই। এবার মারের বদলা মার দিতে হবে। শুক্রবার ইএসআই হাসপাতালে আসার আগে বিজেপি রাজ‍্য সভাপতি প্রথমে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে বাঁশকোপা ইন হোটেল ভাঙচুরে হোটেলের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। এদিন বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ বাঁকুড়ায় শুক্রবার বিজেপি শীর্ষ নেতৃত্ব ও দলীয় কর্মীদের উপর তৃণমূল কংগ্রেসের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে মনোনয়নপত্র তোলা থেকে বিরত করতে হামলার পিছনে পুলিশ প্রশাসনের মদত রয়েছে বলে অভিযোগ করেন দিলীপবাবু। দিলীপবাবু বলেন পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছি। অন‍্যথায় আমাদের কর্মীরা সর্বশক্তি দিয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে।

এদিন ইএসআই হাসপাতালে কাঁকসায় আহত বিজেপি কর্মী সঞ্চিত মাজির স্ত্রী অপর্ণা মাজি সপরিবারে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে এসে দেখা না হওয়ায় নিরাশ হয়ে বাড়ি ফেরেন। অপর্ণা মাজি বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণের পর আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছি। সে কথায় দিলীপবাবুকে বলতে এসেছিলাম।


Like Us On Facebook