পূর্ব বর্ধমান জেলায় ২৩টি ব্লক তথা ২৩টি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের ২০১৬-২০১৭ আর্থিক বছরে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজের নিরিখে তাদের সংবর্ধনা এবং স্বীকৃতি দেওয়া হল মঙ্গলবার। এদিন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে স্বীকৃতি-২০১৭ শীর্ষক এই সভায় হাজির ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পরিষদের সহকারী সভাধিপতি শম্পা ধাড়া সহ সমস্ত অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরাও।
জেলাশাসক এদিন জানান, সারা বছর ধরেই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং ব্লকগুলি বিভিন্ন সরকারি কাজ করে থাকেন। সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও তাঁরা সারা বছর ধরেই কাজ করে চলেন। কিন্তু সেই কাজের নিরিখে যদি তাদের পুরষ্কৃত করা হয় তাহলে তাদের কাজের প্রতি আগ্রহ যেমন বাড়ে, তেমনি তাদের সম্মানিতও করা হয়। আর সেই লক্ষ্য নিয়েই বর্ধমান জেলা প্রশাসন গত কয়েক বছর ধরেই এই পুরষ্কার দিয়ে চলেছেন।
এদিন মোট ১২টি বিভাগে পুরষ্কার দেওয়া হয়। ১০০ দিনের প্রকল্পে প্রথম হয়েছে গলসি -২ পঞ্চায়েত সমিতি। শুধু তাইই নয়, এদিন জেলা প্রশাসনকে রীতিমত চমকে দিয়েছে গলসি-২ এবং বর্ধমান-২ ব্লক তথা পঞ্চায়েত সমিতি। এদিন ১০০ দিনের কাজে যেমন তারা প্রথম পুরষ্কার ছিনিয়ে নিয়েছে, তেমনি মিশন নির্মল বাংলায় দ্বিতীয় পুরষ্কার, বাংলা আবাস যোজনায় দ্বিতীয় পুরষ্কার, সাংসদ ও বিধায়ক তহবিলে এলাকার উন্নয়ন প্রকল্পে যুগ্মভাবে গলসি-২ ও মেমারি- ১ নং ব্লক ছাড়াও জেলার সেরা ব্লক হিসাবে প্রথম পুরষ্কার ছিনিয়ে নিয়েছে গলসি-২ নং ব্লক।
১০০ দিনের প্রকল্পে সেরা গ্রাম পঞ্চায়েত হয়েছে সরাইটিকর গ্রাম পঞ্চায়েত। মিশন নির্মল বাংলা প্রকল্পে সেরা গ্রাম পঞ্চায়েত নির্বাচিত হয়েছে কেতুগ্রামের গঙ্গাটিকুরি গ্রাম পঞ্চায়েত এবং সেরা পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছে জামালপুর। পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পে সেরা গ্রাম পঞ্চায়েত বেলকাশ এবং সেরা পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছে বর্ধমান-২ ব্লক। গলসির-২ এর পাশাপাশি এদিন রীতিমত ভাল ফল করে একাধিক পুরষ্কার ছিনিয়ে নিয়েছে বর্ধমান-২ ব্লক। বাংলা আবাস যোজনায় প্রথম স্থান পেয়েছে বর্ধমান-২ পঞ্চায়েত সমিতি। আইসিডিএস প্রকল্পেও সেরা ব্লক হিসাবে পুরষ্কার ছিনিয়ে নিয়েছে বর্ধমান-২ ব্লক। শিক্ষাশ্রী ও ছাত্রবৃত্তি প্রদান কর্মসূচিতে প্রথম হয়েছে গলসি-১ পঞ্চায়েত সমিতি। বার্ধক্য ভাতা ও জাতিগত শংসাপত্র কর্মসূচিতে প্রথম হয়েছে কাটোয়া-১ পঞ্চায়েত সমিতি। সাংসদ ও বিধায়ক তহবিলের উন্নয়ন প্রকল্পে প্রথম হয়েছে কাটোয়া-১ পঞ্চায়েত সমিতি। এদিন সামগ্রিক উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণকে ভাল পরিষেবা দেওয়ার বিভাগে প্রথম হয়েছে কাটোয়া-১ পঞ্চায়েত সমিতি। এই বিভাগেই যৌথভাবে তৃতীয় স্থান পেয়েছে ভাতার ও জামালপুর পঞ্চায়েত সমিতি। সামগ্রিকভাবে সেরা ব্লকের প্রথম পুরষ্কার ছিনিয়ে নিয়েছে গলসি-২ পঞ্চায়েত সমিতি এবং সেরা মহকুমা নির্বাচিত হয়েছে বর্ধমান সদর দক্ষিণ মহকুমা।