ফাইল চিত্র

.

দুর্গাপুর ব্যারেজের টোল প্লাজা এলাকায় রাস্তাটি বেশ কিছু দিন ধরেই বেহাল অবস্থার রয়েছে। ফলে ওই রাস্তায় যেমন বাড়ছে দুর্ঘটনা, তেমনি হচ্ছে যানজট। দুর্ভোগে পড়ছেন‌ পথচারীরা। অথচ এই রাস্তাটি বাঁকুড়া-দুর্গাপুরের সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। রাজ্য সরকারের উদাসীনতায় বেশকিছু দিন ধরেই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থার পড়ে রয়েছে। সংস্কারের দাবিতে স্থানীয় মানুষ বহু বার বিক্ষোভ দেখায়েছেন। রবিবার বাম সংগঠন ডিআইএফআই কর্মীরা বেহাল এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কারের দাবিতে অভিনব কায়দায় বেহাল রাস্তায় ধান গাছের চারা রোপণ করে বিক্ষোভ দেখায়। ফলে বেশকিছুক্ষণন রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে প্রয়োজনীয় আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

Like Us On Facebook