প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে বুধবার রাতে সিবিআই গ্রেফতার করে। তারই প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের কর্মীরা বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন ২ নং জাতীয় সড়ক অবরোধ করেন। বেশকিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলে নেন কংগ্রেস কর্মীরা।

এদিন অবরোধ কর্মসূচির আগে পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি তরুণ রায়ের নেতৃত্বে কংগ্রেসের প্রবীণ ও নবীন কর্মীরা একজোট হয়ে গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে জড়ো হয়ে শ্লোগান দিতে দিতে জাতীয় সড়ক অবরোধ করেন। পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি তরুণ রায় বলেন, ‘বিজেপি সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। গত কাল রাতে যে পদ্ধতিতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে সিবিআই গ্রেফতার করে তার প্রতিবাদে আমরা আজ প্রতীকি অবরোধ করলাম। এরপরে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নেমে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেব।’

Like Us On Facebook