বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ(এডিডিএ) জবর দখল উচ্ছেদ অভিযান শুরু করে। সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। বৃহস্পতিবার সকালে ফের সিটি সেন্টারের ডিএমসি বাসস্ট্যান্ড এলাকায় এডিডিএ জবর দখল উচ্ছেদ করতে গেলে স্থানীয় জবর দখলকারীরা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। পুজোর মুখে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করায় জবর দখলকারীরা এডিডিএর কার্যালয়ে সামনে আত্মহত্যার হুমকি দেয় বলে জানা গেছে।
এদিকে, এডিডিএ বিভিন্ন অবৈধ নির্মাণ ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে সিটি সেন্টার এলাকার অবৈধ হোডিং গুলিও সরাতে তৎপরতা শুরু করায় হোডিং মালিকারা ক্ষোভ দেখান এডিডিএর কর্মীদের। এদিন এডিডিএ কর্মীরা মামড়া বাজার, ডিভিসি মোড় এবং সিটি সেন্টারের অবৈধ হোডিংগুলি সরিয়ে দেয়। পুজোর মুখে অবৈধ হোর্ডিং ও অবৈধ দোকান গুলি ভেঙে ফেলায় মাথায় হাত পড়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। এদিন উচ্ছেদ অভিযানে বিশাল পুলিশ বাহিনী থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।