এনআরএস কান্ডের জেরে রাজ্যজুড়ে মেডিকেল কলেজগুলিতে অচলাবস্থা চলছে। এরই মাঝে আজ, সোমবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আইএমএ। আইএমএ-র ডাকে সাড়া দিয়ে বন্ধ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোর। দুই বর্ধমানেও বিভিন্ন হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে।

প্রতিবাদে সামিল হয়েও গত কয়েকদিন ধরে দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্বাভাবিক রেখেছিলেন হাসপাতালের যাবতীয় পরিষেবা। আইএমএ-র ডাকে সাড়া দিয়ে সোমবার বন্ধ রাখা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালের আউটডোর। প্রচন্ড গরমে দূরদুরান্ত থেকে আসা রোগীরা দুর্ভোগে পড়েন। অভিযোগ, সকালে আউটডোরের টিকিট দেওয়া হলেও আউটডোরে কোন চিকিৎসক এদিন আসেননি। আউটডোর না খোলায় ক্ষোভে ফেটে পড়েন রোগীরা। আইএমএ-র ডাকা দেশ জোড়া ধর্মঘটের জেরে দুই বর্ধমানের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে আজ আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook