বিশ্বকাপ শুরুর আগে লর্ডসে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে। টিম ইন্ডিয়ার জার্সি পরে ব্যাট হাঁতে দাঁড়িয়ে থাকা লাইফ সাইজ বিরাটের সেই মূর্তি এখন দেখতে পাওয়া যাচ্ছে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে। এবার বিশ্বকাপের আবহে বিরাট কোহলির মোমের মূর্তি গড়লেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। ক্রিকেটপ্রেমীদের মধ্যে যা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে।

আসানসোলের মহিশীলা কলোনীর শিল্পী ইণ্ডিয়ান আর্ট কলেজ থেকে মডেলিং অ্যান্ড স্কাল্পচারে ডিগ্রী নেওয়া সুশান্ত রায় কলকাতার মাদার্স ওয়াক্স মিউজিয়াম সহ দেশের বিভিন্ন ওয়াক্স মিউজিয়ামের জন্য বহু মূর্তি বানিয়েছেন। কয়েকমাস আগে কলকাতার মাদার্স ওয়াক্স মিউজিয়ামের জন্য ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র হটসিটের আদলে তৈরি অমিতাভ বচ্চনের একটি মোমের মূর্তি গড়েছেন। মাদার্স ওয়াক্স মিউজিয়ামের অধিকাংশ মূর্তি আসানসোলের শিল্পী সুশান্ত রায়ের হাতে তৈরি। ইতিপূর্বে বহু স্বনামধন্য ব্যক্তিত্বের মোমের মূর্তি গড়ে যথেষ্ট সুনাম অর্জন করেছেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook