দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড(ডিপিএল) কারখানায় চুরির উদ্দেশ্যে দুষ্কৃতি হানা দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে শ্রমিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ঘটনায় ধৃত এক দুষ্কৃতি।

জানা গেছে, ডিপিএলের ৭ নং গেট দিয়ে চুরির উদ্দেশ্যে প্রায় ২৫-৩০ জনের একটি দুষ্কৃতি দল কারখানায় ঢোকার চেষ্টা করে। কারখানার নিরাপত্তারক্ষীরা বাধা দিলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় দুষ্কৃতীদের। এই সুযোগে একজন দুষ্কৃতীকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। বাকিরা পালিয়ে যায় বলে জানা গেছে। পরে কোকওভেন থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই দুষ্কৃতিকে। কোকওভেন থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র এই ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘ধৃতকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।’

Like Us On Facebook