দ্বিতীয় দফায় দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে আদিবাসীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আদিবাসীদের উন্নয়নে কাজ করতে নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের বাস্তব রূপ দিতে বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের পলাশডিহায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুর থানা, কোক ওভেন থানা ও নিউ টাউনশিপ থানা সম্মিলিত ভাবে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের নিয়ে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। মোট আটটি টিম এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। পলাশডিহার ফুটবল টিমটি জয়ী হয়। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষীনারায়ণ মিনা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এদিন ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় মানুষের হাতে শীতবস্ত্র ও ছোট ছোট ছেলেমেয়েদের স্কুল ব্যাগ সহ পড়াশোনার সরঞ্জাম তুলে দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার।
বক্তব্য রাখতে গিয়ে কমিশনার লক্ষীনারায়ণ মিনা স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন আপনাদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য সরকার আমাদের টাকা দিচ্ছে। ‘প্রশাসন আপনার দ্বারে’ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের অনেক সমস্যা জানতে পারছি। সমাধানের চেষ্টা করছি। কমিশনার বলেন বৃটিশরা পুলিশকে মানুষের কল্যাণে নয় শাস্তি দিতে অপব্যবহার করত। কিন্তু এখন পুলিশ মানুষের কল্যাণে কাজ করছে। কমিশনার বলেন, সমাজের ৯৯% ভালো মানুষ রয়েছেন। ১% লোক ক্রিমিনাল। আমরা আপনাদের ভালো রাখতে ক্রিমিনালদের দমন করতে কাজ করি। পুলিশ এখন আপনাদের বন্ধু। এদিন কমিশনারের সঙ্গে দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী সহ সমস্ত থানার আধিকারিকরাও উপস্থিত ছিলেন।